অ্যাসাঞ্জের জীবনকাহিনি নিয়ে নাটক

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনকাহিনি নিয়ে অস্ট্রেলিয়ায় একটি নাটক মঞ্চস্থ করা হবে। গতকাল রোববার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।
চলতি সপ্তাহে স্টেইনলেস স্টিল র‌্যাট নামের ওই নাটকের রিহার্সেল শুরু হচ্ছে। নাটকটি লিখেছেন মেলবোর্নের পুরস্কার-বিজয়ী নাট্যকার রন এলিশা।
সান-হেরাল্ড পত্রিকা জানায়, নাটকে বারাক ওবামা নামের চরিত্র রয়েছে। এ ছাড়া যে নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন, সেই নারীর চরিত্রও রয়েছে ওই নাটকে।
সান-হেরাল্ড পত্রিকা নাটকটিকে বিশ্বের প্রথম ‘উইকিপ্লে’ হিসেবে বর্ণনা করেছে। সিডনিতে নাটকটি প্রথম মঞ্চস্থ করা হবে।
পরিচালক ওয়েনি হ্যারিসন বলেন, নাটকটি মজার, হাস্যরসাত্মক ও বিতর্কিত হবে। তিনি আরও বলেন, ‘এটি একজন অস্ট্রেলিয়ানের গল্প, যিনি এই মুহুর্তে বিশ্বকে পরিবর্তন করছেন। আমি অপেক্ষা করতে পারছি না। যত দ্রুত সম্ভব নাটকটির কাজ শেষ করা হবে।’
অ্যাসাঞ্জের চরিত্রে অভিনয় করবেন স্থানীয় অভিনেতা ড্যারেন ওয়েলার।
সম্প্রতি জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর ওয়েবসাইটে হাজার হাজার গোপনীয় নথিপত্র প্রকাশ করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন।

No comments

Powered by Blogger.