পাকিস্তানে ন্যাটোর ট্যাংকারে বোমা হামলা, নিহত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার ন্যাটোর তেলের ট্যাংকারে বোমা হামলা হয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ জানায়, খাইবার অঞ্চলের ল্যান্ডি কোটাল শহরের কাছে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ওই ট্যাংকারে করে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য জ্বালানি নেওয়া হচ্ছিল।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় কিছু লোকজন বিস্ফোরণের পর ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়। এ সময় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে গত শুক্রবার রাতে সীমান্তবর্তী শহর তোরখামের কাছে পৃথক বোমা হামলায় ন্যাটোর ১৬টি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, জানা যায়নি।
তোরখামের সরকারি কর্মকর্তা ইকবাল খাত্তাক বলেন, ট্যাংকারগুলোর ওপর দূরনিয়ন্ত্রিত বোমা হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
ওই অঞ্চলের ওপর দিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহ করা হয়। তবে জঙ্গি ও অপরাধীরা প্রায়ই রসদবাহী ট্রাকের ওপর হামলা চালিয়ে থাকে।
স্থানীয় কর্মকর্তা শফিরুল্লাহ ওয়াজির বলেন, ভোরে ল্যান্ডি কোটালে তেলের ট্যাংকারে বোমা হামলা চালানো হয়।

No comments

Powered by Blogger.