মিসরে নয়া মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন অ্যান প্যাটারসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার সাবেক রাষ্ট্রদূত অ্যান প্যাটারসনকে মিসরের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
সিনেটে অনুমোদনের পর প্যাটারসন মিসরের বর্তমান মার্কিন রাষ্ট্রদূত মার্গারেট স্কোবির স্থলাভিষিক্ত হবেন। মার্গারেট তিন বছরের বেশি সময় ধরে মিসরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হোসনি মোবারকবিরোধী গণবিক্ষোভ চলাকালেও তিনি মিসরে ছিলেন।
প্যাটারসন ২০০৭ সালের জুলাই থেকে ২০১০ সালের অক্টোবর পর্যন্ত ইসলামাবাদে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।এ ছাড়া তিনি কলম্বিয়া ও এল সালভাদরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
বিশ্লেষকদের মতে, প্যাটারসনকে মিসরে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার মধ্য দিয়ে ওবামা কায়রোতে একজন পরীক্ষিত কূটনীতিককে পাঠাতে চান।

No comments

Powered by Blogger.