শক্ত অবস্থানে পাকিস্তান

স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের পর এবার জ্বলে উঠেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরাও। আজহার আলী, তৌফিক উমরদের লড়াকু ব্যাটিংয়ে সেন্ট কিটস টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থান তৈরি করেছে পাকিস্তান। মাত্র ৩ উইকেট হারিয়ে সফরকারীদের স্কোরবোর্ডে যোগ হয়েছে ২০২ রান। পঞ্চম টেস্ট সেঞ্চুরি থেকে তিন রান দূরে আছেন তৌফিক উমর। ১৩ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক মিসবাহ-উল হক।
প্রথম ইনিংসে ৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই ৮২ রান যোগ করে শুরুটা ভালোভাবেই করে দিয়েছিলেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও তৌফিক উমর। ২৬তম ওভারে উইন্ডিজকে প্রথম উইকেটটি এনে দেন অধিনায়ক ড্যারেন স্যামি। ৩২ রান করে সাজঘরে ফেরেন হাফিজ। কিন্তু দ্বিতীয় উইকেটে আবার ৭৬ রান যোগ করে স্বাগতিকদের হতাশায় ডোবান উমর ও আজহার আলী। দলীয় ১৫৮ রানের মাথায় ৫৩ রান করে দেবেন্দ্র বিশুর শিকারে পরিণত হন আজহার। এরপর আসাদ শফিককেও খুব তাড়াতাড়িই ফিরিয়ে দেন কুমার রোচ। এরপর দিনের বাকি সময়টা নিরাপদেই পার করেন উমর ও মিসবাহ। চতুর্থ উইকেটে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত আছেন এ দুই ব্যাটসম্যান। তৃতীয় দিন শেষে পাকিস্তান এগিয়ে আছে ২৫১ রানে।

No comments

Powered by Blogger.