ইরাক অভিযানের সমাপ্তি টানল যুক্তরাজ্য

ইরাকে যুক্তরাজ্যের আট বছরের সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি হলো গতকাল রোববার। যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর ইরাকি সেনাদের প্রশিক্ষণ বন্ধ করার মধ্য দিয়ে শেষ হয় বিতর্কিত ‘অপারেশন টেলিক’ নামে ওই অভিযান। তবে অভিযান শেষ হলেও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বাগদাদে যুক্তরাজ্যের দূতাবাসে থেকে যাবেন।
২০০৯ সালের জুলাই মাসে ইরাক থেকে যুক্তরাজ্যের সেনাবাহিনীর একটি বড় অংশ প্রত্যাহার করে নেওয়া হয়। তবে নৌবাহিনীর ৮১ জন প্রশিক্ষক উম কসর বন্দরে থেকে যান।
২০০৩ সাল থেকে ‘ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য লড়াইয়ে’ যে ১৭৯ জন ব্রিটিশ সেনা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণ কর্মসূচির আওতায় মোট এক হাজার ৮০০ ইরাকিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের সমুদ্রসম্পর্কিত, ছোট অস্ত্র, তেল প্লাটফরমের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণসহ ৫০টি ভিন্নভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়।

No comments

Powered by Blogger.