ইয়েমেনে আদিবাসীদের দখলে সরকারি ভবন

ইয়েমেনের একজন প্রভাবশালী বিরোধীদলীয় নেতার অনুগত আদিবাসীরা সরকারি বার্তা সংস্থা সাবার ভবনসহ বেশ কয়েকটি সরকারি ভবন দখল করে নিয়েছে। গতকাল বুধবার সরকারি সূত্র এ কথা জানায়। এদিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসীদের ভয়াবহ বন্দুকযুদ্ধে ৪৪ জন নিহত হয়েছে।
আদিবাসীরা জাতীয় বিমান সংস্থা ইয়েমেনিয়ার ভবন দখল করে নিয়েছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও প্রবেশের চেষ্টা চালায়।
নিরাপত্তা বাহিনী ও প্রভাবশালী হাশিদ আদিবাসী জোটের প্রধান শেখ সাদিক আল-আহমারের অনুসারীদের মধ্যে গত সোমবার সানায় সংঘর্ষ বাধে। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ বিরোধীদের সঙ্গে একটি চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানানোর পর সংঘর্ষ বেধে যায়। চুক্তিটি সই হলে প্রেসিডেন্ট সালেহকে ৩০ দিনের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে।
প্রেসিডেন্ট সালেহ গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করে দেওয়ার একদিন পর আদিবাসীরা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ভবন দখল করে নেয়।
বার্তা সংস্থা এএফপি, গত সোম ও মঙ্গলবার সারা দিন ধরে লড়াই চলে। সামান্য বিরতির পর গতকাল সকালে আবার সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে।

No comments

Powered by Blogger.