হিটলারের নাগরিকত্ব বাতিল

জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করেছে অস্ট্রিয়ার আমস্টেটেন শহর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সেখানকার নগর পরিষদে ভোটাভুটির মাধ্যমে বড় ব্যবধানে এ প্রস্তাবটি পাস হয়। দেশটির রাজধানী ভিয়েনা থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে আমস্টেটেন শহরের অবস্থান।
শহরটির মেয়র হারবার্ট কাটজেনগ্রুবের বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৩৯ সালে হিটলারকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল অস্ট্রিয়ার বেশ কয়েকটি শহর। পরে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তা বাতিল করে বেশির ভাগ শহরের কর্তৃপক্ষ। তবে আমস্টেটেন শহরের সম্মানসূচক নাগরিকদের তালিকায় রয়ে গিয়েছিল হিটলারের নাম।

No comments

Powered by Blogger.