ওসামা হত্যায় মার্কিন অভিযান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার জন্য পাকিস্তানের অভ্যন্তরে চালানো অভিযান ছিল প্রকৃত অর্থে ‘তাঁর দেশের বিরুদ্ধে যুদ্ধ’।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোশাররফ বলেন, কোনো দেশের অন্য কোনো দেশে অনুপ্রবেশের অধিকার নেই।
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, আল-কায়দা বা তালেবানের শীর্ষ আরও কোনো কর্মকর্তার পাকিস্তানে অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া গেলে ওসামা বিন লাদেনকে হত্যার মতো আবার অভিযান চালাতে যুক্তরাষ্ট্র ইতস্তত করবে না।
প্রেসিডেন্ট ওবামার এই মন্তব্যকে ‘ঔদ্ধত্য’ হিসেবে বর্ণনা করেছেন মোশাররফ। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে কৌশলগতভাবে, আইনগতভাবে এটি যুদ্ধ। তাই আমি মনে করি, এটা দায়িত্বহীন বিবৃতি এবং এ ধরনের ঔদ্ধত্য জনসন্মুখে, বিশ্বের সামনে দেখানো উচিত নয়।’
এদিকে বিন লাদেনকে হত্যার অভিযানের সময় বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রকে ফেরত দিয়েছে পাকিস্তান। গতকাল বুধবার পেন্টাগনের একজন কর্মকর্তা এ কথা জানান।
কর্নেল ডেভিড লাপান বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রকে ফেরত দেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, বিন লাদেনের আস্তানায় অভিযানকালে দ্রুত অবতরণ করতে গিয়ে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়। ওসামাকে হত্যার পর মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারটি উড়িয়ে দেয়।
হেলিকপ্টারটির স্পর্শকাতর প্রযুক্তি অন্য কারও হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের।

No comments

Powered by Blogger.