ত্রিপোলিতে ন্যাটোর আরও বিমান হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গত মঙ্গলবার আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে সামরিক জোট ন্যাটো। ওই দিন ভোরে হামলা চালানোর পর রাতে আবারও এ হামলা চালানো হয়।
ন্যাটো গত ৩১ মার্চ লিবিয়া অভিযানের দায়িত্ব নেয়। এরপর লিবিয়ায় এটাই ন্যাটোর সবচেয়ে বড় অভিযান বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাতে মাত্র ১০ মিনিটের মধ্যে ছয়টি শক্তিশালী বিস্ফোরণে ত্রিপোলি প্রকম্পিত হয়ে ওঠে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসভবন চত্বর বাব আল আজিজিয়ার কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
লিবিয়ার কর্মকর্তারা দাবি করেন, মঙ্গলবার ভোরে চালানো বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে একে ‘ঔপনিবেশিক ক্রুসেডারদের’ হামলা বলে আখ্যা দেওয়া হয়। তবে রাতের হামলার ব্যাপারে লিবিয়া সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ন্যাটোর একজন কর্মকর্তা বলেন, জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের শুরুর দিকে গাদ্দাফির পতন হবে। গত ১৫ দিনে ন্যাটোর হামলায় গাদ্দাফি বাহিনী দুর্বল হয়ে গেছে। তারা এখন আত্মরক্ষার চেষ্টা করছে।

No comments

Powered by Blogger.