পরিবেশনা স্বত্ব পেল কলাম্বিয়া পিকচার্স

আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে নির্মাণাধীন একটি ছবির পরিবেশনা স্বত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও পরিবেশনা প্রতিষ্ঠান কলাম্বিয়া পিকচার্স। গত মঙ্গলবার ওই নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে এ কথা জানা যায়। ছবিটি পরিচালনা করবেন অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন বিগেলো।
পরিবেশনা স্বত্ব লাভের খবরের সত্যতা নিশ্চিত করে কলাম্বিয়া পিকচার্সের মূল প্রতিষ্ঠান সনি এন্টারটেইনমেন্টের কর্মকর্তা অ্যামি প্যাসকেল এক বিবৃতিতে বলেন, বিগেলো ও চিত্রনাট্যকার মার্ক বোয়েল ২০০৮ সাল থেকে ওসামাকে নিয়ে একটি ছবি তৈরির চিন্তাভাবনা করছিলেন। এখন তাঁরা সাম্প্রতিক ঘটনাবলি এই ছবিতে জুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন।
অ্যামি বলেন, ছবিতে ওসামাকে হত্যার নেপথ্য অভিযানের বিষয়টি তুলে ধরা হবে। সে ক্ষেত্রে ওসামার মৃত্যুর বিষয়টি মুখ্য হবে না।

No comments

Powered by Blogger.