বাংলাদেশ ও জিম্বাবুয়েকে সুরক্ষা দেওয়াই উদ্দেশ্য!

বিশ্বকাপের পরিধি কমিয়ে ১০ দলে নামিয়ে আনায় সমালোচনা চলছে। কেউ বলছে আইসিসির এই সিদ্ধান্ত ‘লজ্জাকর’, আর কেউ বলছেন হাস্যকর। তবে এই সিদ্ধান্তের পেছনে অন্য ‘রহস্য’ খুঁজে পেয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান রুডি স্মিথ। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো দলকে সুরক্ষা দিতেই সহযোগী দেশগুলোকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্বাস করেন তিনি।
‘আইসিসির সহযোগী দেশগুলোর চেয়ে অস্ট্রেলিয়া, ভারতের মতো দল স্পষ্টত এগিয়ে, এ নিয়ে বিতর্ক করবে না কেউ। তবে পূর্ণ সদস্য দেশগুলোর তলানির দিকে থাকা বাংলাদেশ, জিম্বাবুয়ে, এমনকি ওয়েস্ট ইন্ডিজ সহযোগী দেশগুলোর চেয়ে খুব বেশি এগিয়ে নেই। মূলত এই দলগুলোকে সুরক্ষা দিতেই নতুন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি’—বিবিসি রেডিও স্কটল্যান্ডকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন স্মিথ।
সহযোগী দেশগুলোর কল্যাণে রুডি স্মিথের প্রস্তাব, সহযোগী দেশগুলোকে নিয়ে একটা মিনি বিশ্বকাপ আয়োজন করতে পারে আইসিসি। এখান থেকে দুই ফাইনালিস্টকে অন্তত বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।

No comments

Powered by Blogger.