মালয়েশিয়ার আটককেন্দ্র থেকে ১০০ অবৈধ অভিবাসীর পলায়ন

মালয়েশিয়ার একটি আটককেন্দ্র থেকে ১০০ জনেরও বেশি অবৈধ অভিবাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য গতকাল মঙ্গলবার থেকে বড় ধরনের অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
জেলা পুলিশ প্রধান সাইফুল আজলি বলেন, লেংগেং অভিবাসী আটককেন্দ্র থেকে এসব অবৈধ অভিবাসী পালিয়ে যাওয়ার পর পুলিশ, অভিবাসন কর্মকর্তা ও আধাসামরিক স্বেচ্ছাসেবীদের ২০০ জনের একটি দল নেগরি সেমবিলান প্রদেশের মধ্যাঞ্চলে চিরুনি অভিযান শুরু করেছে। তিনি জানান, পালিয়ে যাওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে বেশির ভাগই মিয়ানমারের নাগরিক। এ ছাড়া তাঁদের মধ্যে ইরান ও নাইজেরিয়ার নাগরিকও রয়েছেন।
সাইফুল আজলি আরও জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জনকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আটককেন্দ্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের গ্রেপ্তারে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে।
সেরেমবান শহরের বাইরে অবস্থিত এই আটককেন্দ্রটি আয়তনে ছয়টি ফুটবল মাঠের সমান। সেখানে চারটি ভবন রয়েছে।

No comments

Powered by Blogger.