ঢাকা ইনস্যুরেন্সকে এসইসির শোকজ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইন ভঙ্গ করায় ঢাকা ইনস্যুরেন্স লিমিটেড, প্রতিষ্ঠানটির পরিচালকদের, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিবকে শোকজ কাম শুনানির নোটিশ দেওয়া হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের ত্রৈমাসিক আর্থিক বিবরণীতে আইন ভঙ্গ করায় এসইসির পক্ষ থেকে এই শুনানির নোটিশ দেওয়া হয়।
গত বছরের ৩১ আগস্ট ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক বিবরণীতে বলা হয়, জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিক অনিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির কর-পরবর্তী লাভ আট কোটি ছয় লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫৩ দশমিক ৭৮ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ৫৮ লাখ ৪০ হাজার টাকা ও ৯ দশমিক ৭৩ টাকা।

No comments

Powered by Blogger.