মার্কিন রাজনীতিক ফেরারো আর নেই

যুক্তরাষ্ট্রের নারী রাজনীতিবিদ জেরালডিন ফেরারো মারা গেছেন। গত শনিবার বোস্টন নগরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১২ বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ফেরারো যুক্তরাষ্ট্রের প্রথম নারী, যিনি কোনো প্রধান রাজনৈতিক দলের হয়ে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ওয়াল্টার ম্যানডেইলের সঙ্গে তিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে রিপাবলিকানদের জয় হয়েছিল।
ফেরারোর মৃত্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান নেত্রী সারাহ পেলিন শোক প্রকাশ করেছেন।
ফেরারো ১৯৭৮ সালে নিউইয়র্ক থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন।

No comments

Powered by Blogger.