কোমায় চলে গেছে সিপিএম: মমতা

তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সিপিএম কোমায় চলে গেছে। অক্সিজেন ও রক্ত দিয়ে আর বাঁচানো যাবে না। ১৩ মে ওদের শেষকৃত্য।’
গত শনিবার সন্ধ্যায় কলকাতার বেসরকারি টেলিভিশন চ্যানেল টেন-এ ‘মুখোমুখি মমতা’ শীর্ষক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান থেকে তিনি দর্শক-শ্রোতাদের প্রশ্নেরও উত্তর দেন।
মমতা বলেন, ওদেরকে এমনভাবে পরাজিত করতে হবে, যেন ওরা আর কোনো দিন ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে না পারে। সে জন্য বিধানসভার ২৯৪টি আসনের সব কটিতেই তৃণমূল কংগ্রেস জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সিপিএম এবার শূন্যে নামবে। তিনি বলেন, তৃণমূলের শক্ত ঘাঁটি ১৮টি আসনে বিজেপি প্রার্থী দিয়েছে সিপিএমকে সুবিধা করে দিতে। তিনি বলেন, নির্দলীয় প্রার্থীদের একটি ভোটও নয়।
প্রায় দুই ঘণ্টার ওই অনুষ্ঠানে মমতা বলেন, ‘হয় বামফ্রন্ট, নয়তো আমাদের জোট। এবার আর গায়ের জোরে সিপিএম জিততে পারবে না। পরিবর্তনের হাওয়ায় মানুষ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
অন্যদিকে শনিবার একই সময়ে ২৪ ঘণ্টা টিভি চ্যানেলে সরাসরি এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, তৃণমূলের প্রতিশ্রুতি ভিত্তিহীন। মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। পরবর্তী রাজ্য সরকার গড়বে বামফ্রন্টই। তিনি বলেন, ‘ভোটের বাজারে পাটিগণিতের অঙ্ক সব সময় খাটে না। দুইয়ে দুইয়ে যেমন চার হয়, তেমনি কখনো শূন্য হয়। মানুষের মনে সব সময় পাটিগণিতের সরলরেখা পৌঁছায় না। তিনি বলেন, আমরা মানুষকে মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেই না।’

No comments

Powered by Blogger.