দুর্গত এলাকায় খাদ্য পানি ও ওষুধের তীব্র সংকট

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের শান প্রদেশের দুর্গত এলাকায় খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলের অনেক জায়গায়ই গতকাল রোববার পর্যন্ত উদ্ধার ও ত্রাণকর্মীরা পৌঁছাতে পারেননি। বেসরকারি কয়েকটি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ১৫০ জন নিহত ও ১৫ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিয়ানমারের কর্মকর্তারা গতকাল জানান, ভূমিকম্পে কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তাঁরা এখনো জানেন না। তবে জানার চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।
কর্মকর্তারা জানান, ভেঙে পড়া যোগাযোগ-ব্যবস্থা পুনরুদ্ধার এখন তাঁদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাস্তা ভেঙে যাওয়ায় কিংবা বড় ফাটলের সৃষ্টি হওয়ায় অনেক স্থানেই তাঁরা এখনো পৌঁছাতে পারেননি। দুর্গম পার্বত্য এলাকায় কতজন লোক বেঁচে আছে, তা-ও তাঁরা জানেন না।
শান প্রদেশের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা তাকলিকে কর্মরত রেড ক্রসের একজন কর্মী একটি বিদেশি বেতারকে জানিয়েছেন, একমাত্র সেখানেই ভূমিকম্পে দেড় শ লোক প্রাণ হারিয়েছে।

No comments

Powered by Blogger.