আশরাফুলদের অর্থ পুরস্কার

কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের পদকজয়ী খেলোয়াড়দের প্রতিশ্রুত অর্থ পুরস্কার দিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
গত অক্টোবরে দিল্লি কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ব্রোঞ্জজয়ী দুই শ্যুটার আসিফ হোসেন ও আবদুল্লাহ হেল বাকি পেলেন ১ লাখ ৫০ হাজার টাকা করে। তবে ওই ইভেন্টে বাংলাদেশের রুপা জিততে না পারা ছিল চরম ব্যর্থতা এবং আসিফ নিজের সেরা স্কোরের চেয়ে কম করেছেন। প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি। আসিফ এককের ফাইনালেও উঠতে পারেনি। পদক জয়ের দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত হয়েছেন দুজন। কিন্তু এটাও ঠিক, অগ্রগামিতা নয়, পেছনের দিকে হাঁটারই সাক্ষ্য ওই সফরে রেখে এসেছেন আসিফরা।
ওদিকে গত নভেম্বরে চীনের গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনাজয়ী পুরুষ ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তা পেয়েছেন ১ লাখ টাকা করে। রুপাজয়ী মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দেওয়া হলো ৫০ হাজার টাকা করে। আর্থিক পুরস্কার পেয়েছেন ব্রোঞ্জজয়ী মহিলা কাবাডি দলের খেলোয়াড়-কর্মকর্তারাও। তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ৩০ হাজার টাকা।
খেলোয়াড়দের হাতে চেক তুলে দেন বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ।

No comments

Powered by Blogger.