শচীনের দক্ষিণ আফ্রিকা সফর শেষ

প্রায় নয় মাস পর ওয়ানডে ক্রিকেটের আঙ্গিনায় ফিরে এসেছিলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। ফিরে এসেই নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের এই ব্যাটিং আইকন। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি খেলার পর তিনি ভাগ বসিয়েছেন জয়সুরিয়ার সবচেয়ে বেশি ওয়ানডে (৪৪৪) খেলার রেকর্ডে। সিরিজের প্রথম ওয়ানডেটি ১৩৫ রানের বিশাল ব্যবধানে হেরে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের অসাধারণ এক জয় পেয়েছে তাঁর দল। কিন্তু এতকিছুর পরও দীর্ঘদিন পর ওয়ানডে জগতে এই প্রত্যাবর্তনটা সুখকর হলো না টেন্ডুলকারের। গতকাল নতুন করে হাঁটুর ইনজুরির কবলে পড়েছেন তিনি। ব্যাট হাতে ৪৪ বলে ২৪ রানের সংক্ষিপ্ত একটা ইনিংস খেলতে পারলেও ফিল্ডিংয়ের সময় আর মাঠেই নামতে পারেন নি। আর এ ইনজুরিতেই শেষ হয়ে গেছে শচীনের দক্ষিণ আফ্রিকা সফর। তিন ম্যাচ বাকি থাকতেই দেশে ফিরে আসতে হচ্ছে তাঁকে। শচীনের বদলী হিসেবে দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেলকে।
টেন্ডুলকারের এই ইনজুরিতে ভয়ানক দুশ্চিন্তায় পড়ে গেছে ভারতীয় শিবির। তাদের দুশ্চিন্তা যতোটা না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ওয়ানডে সিরিজটাকে ঘিরে, তারচেয়েও অনেকগুন বেশি বিশ্বকাপ নিয়ে। উপমহাদেশে আয়োজিত এই বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে হলে এ সময়ের সেরা ব্যাটসম্যান টেন্ডুলকারের উপরই যে অনেকখানি নির্ভর করতে হবে তাদের।

No comments

Powered by Blogger.