দক্ষিণ সুদানে গণভোট শেষ

দক্ষিণ সুদানে গতকাল শনিবার সপ্তাহব্যাপী গণভোট শেষ হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটার এতে ভোটাধিকার প্রয়োগ করেন। ধারণা করা হচ্ছে, এ গণভোটের মাধ্যমে বিশ্বের সবচেয়ে দরিদ্র এ অঞ্চলটি একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। খ্রিষ্টান-অধ্যুষিত দক্ষিণ সুদান ও মুসলমান-অধ্যুষিত উত্তর সুদানের মধ্যে দীর্ঘ পাঁচ দশক ধরে যে সংঘাত চলে আসছে, তা নিরসনে এ গণভোটের আয়োজন করা হয়।
নির্বাচনী কর্মকর্তারা জানান, অধিকাংশ লোক ভোট দিয়ে ফেলায় গতকাল শেষ দিনে ভোট প্রয়োগের হার ছিল খুব কম। প্রথম চার দিনেই ভোট পড়ে ৬০ শতাংশ।
প্রধান রিটার্নিং কর্মকর্তা ম্যানইয়াং মালুক আকোত জানিয়েছেন, গত শুক্রবার পর্যন্ত ১২ হাজার ২৫৮টি কেন্দ্রে প্রায় ৮৮ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সুদানের রাজধানী খার্তুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, দক্ষিণ সুদানের প্রায় ৯০ শতাংশ ভোটার এ গণভোটে ভোট দিয়েছেন। সব কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হয়েছে।

No comments

Powered by Blogger.