মার্কিন নাগরিকদের কিউবা ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার কিউবায় মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা শিথিল করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ধর্মীয় গোষ্ঠী ও ছাত্রছাত্রীদের কিউবায় ভ্রমণের অনুমতি দিতে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন।
ওবামা বলেন, তিনি বিশ্বাস করেন, কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ফলে সে দেশে সহজে রেমিট্যান্স পাঠানো যাবে। এই রেমিট্যান্স কিউবার সুশীল সমাজের জন্য সহায়ক হবে। তবে এর ফলে কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বাণিজ্যিক নিষেধাজ্ঞা শেষ হবে না।
মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার এই শিথিলতার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়ে মতবিনিময় বাড়ানো।
উল্লেখ্য, ওবামা ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে উত্তেজনা অনেকটা কমেছে।

No comments

Powered by Blogger.