ভারতের কোচ হবেন ফ্লেমিং

গ্যারি কারস্টেনের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপের পর। কারস্টেনের দিক থেকেও চুক্তি বাড়ানোর বিশেষ কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বিশ্বকাপের পর তাহলে ভারতের কোচ হবেন কে? স্টিভেন ফ্লেমিং—অনেকেরই মুখে ঘুরছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের নাম।
ফ্লেমিং আপাতত ভারতেই আছেন। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের কোচ তিনি। এ কারণেই নিউজিল্যান্ডের সাবেক ওপেনারের নামটা বেশি আসছে। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক ভারতেরই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ দলটির সহমালিক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পাদক শ্রীনিবাসন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে গুঞ্জন—ভারতের পরবর্তী কোচ হচ্ছেন ফ্লেমিং।
ভারতীয় দৈনিক দ্য টেলিগ্রাফ তো লিখেই দিয়েছে, ‘সিএসকে অধিনায়ক ধোনির সঙ্গে ফ্লেমিংয়ের সম্পর্কটা দারুণ। শ্রীনিবাসনের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সেপ্টেম্বরে হয়তো শ্রীনিবাসনই বিসিসিআইয়ের সভাপতি হয়ে যাবেন। এ কারণেই কারস্টেনের উত্তরসূরি ফ্লেমিং হয়ে গেলে বিস্ময়ের কিছু নেই।’

No comments

Powered by Blogger.