রেইনস প্রিবাউস রিপাবলিকান পার্টির নতুন প্রেসিডেন্ট

উইসকনসিন অঙ্গরাজ্যের রেইনস প্রিবাউস যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার দলের সর্বোচ্চ পর্যায়ে নির্বাচনের মধ্য দিয়ে তিনি বর্তমান প্রেসিডেন্ট মাইকেল স্টিলের স্থলাভিষিক্ত হয়েছেন। দলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ৮৫ ভোটের প্রয়োজন হলেও প্রিবাউস পেয়েছেন ৯৭ ভোট।
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ৩৮ বছর বয়সী প্রিবাউস দলের তহবিল জোগানদাতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ আগামী নির্বাচনে প্রেসিডেন্ট ওবামাকে ঠেকানোর ঘোষণা দিয়েছেন।
প্রিবাউস বলেন, ‘স্বীকার করতে হবে, আমাদের সামনে পাহাড়। দলের ঐক্যের মধ্য দিয়েই এ পাহাড়কে মোকাবিলা করা সম্ভব।’
জাতীয় পর্যায়ে রেইনস প্রিবাউস তেমনভাবে পরিচিত ছিলেন না। তা সত্ত্বেও নির্বাচকমণ্ডলীর সর্বোচ্চ ভোটে তিনি দলটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের অক্সোন হিল শহরে দলের নির্বাচকমণ্ডলীর কয়েক দফা ভোটযুদ্ধ অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার এ নির্বাচনী প্রক্রিয়ার একপর্যায়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান দলটির সাবেক প্রেসিডেন্ট মাইকেল স্টিল।
দুই বছর আগে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মাইকেল স্টিল রিপাবলিকান দলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

No comments

Powered by Blogger.