সবার ওপরে সিটি

হোক না শুধু ২৪ ঘণ্টার জন্য, হোক না ৩ ম্যাচ বেশি খেলে; তবু তো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল ম্যানচেস্টার সিটি। উলভারহাম্পটনকে ৪-৩ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে গেছে তারা। আজ টটেনহাম হটস্পারের বিপক্ষে ম্যানইউ জিতলেই আবার শীর্ষস্থানটা হারাবে সিটি। আপাতত শীর্ষে থাকা সিটির ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট। ম্যানইউর ২০ ম্যাচে ৪৪।
সিটির মাঠে কাল অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল উলভসই। ১২ মিনিটে করা মিলিজাসের গোলটি ৪০ মিনিটে শোধ করেন কোলো তোরে। এর পর তোরে ভাইদের আরেকজন ইয়াইয়া ও কার্লোস তেভেজের জোড়া গোলে ব্যবধান বাড়ায় সিটি (৪-১)। সিটির ২৬ মিনিটের মধ্যে (৪০ থেকে ৬৬ মিনিট) করা ৪ গোলে একটু থমকে গেলেও ভালোই জবাব দিয়েছিল উলভসরা। ডয়েলের পেনাল্টি (৬৮ মিনিট) ও টেলর-ফ্লেচারের (৮০) গোলে ব্যবধান কমায় তারা।

No comments

Powered by Blogger.