২০ বছরে মুসলিম জনসংখ্যা বাড়বে দ্বিগুণ হারে

আগামী ২০ বছরে বিশ্বে মুসলিম জনসংখ্যা অমুসলিমদের চেয়ে দ্বিগুণ হারে বাড়বে। সে হিসাবে ২০৩০ সালে মুসলমানদের সংখ্যা হবে ২২০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৬ দশমিক ৪ শতাংশ। মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান পিউ ফোরামের নতুন একটি সমীক্ষায় এ তথ্য জানা গেছে।
‘দ্য ফিউচার অব দ্য গ্লোবাল মুসলিম পপুলেশন’ বা বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যার ভবিষ্যৎ নামে ওই সমীক্ষা অনুযায়ী, ২০৩০ সালে মুসলিম জনসংখ্যা ইন্দোনেশিয়ার চেয়ে বেশি হবে পাকিস্তানে। আর ভারত হবে তৃতীয় মুসলিমপ্রধান দেশ। সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা, মৃত্যু ও অভিবাসনের হারকে বিবেচনায় নিয়ে এই সমীক্ষা চালানো হয়।
সমীক্ষায় দেখা গেছে, ২০১০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ছিল ১৬০ কোটি। পরবর্তী দুই দশকে প্রতিবছর গড়ে মুসলিম জনসংখ্যা বাড়বে ১ দশমিক ৫ শতাংশ হারে, আর অমুসলিম জনসংখ্যা বাড়বে দশমিক ৭০ শতাংশ হারে।
এতে বলা হয়, ২০৩০ সালে ৬০ শতাংশ মুসলিম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ২০ শতাংশ মধ্যপ্রাচ্যে, ১৭ দশমিক ৬ শতাংশ আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে, ২ দশমিক ৭ শতাংশ ইউরোপে এবং দশমিক ৫ শতাংশ লোক বাস করবে আমেরিকায়।

No comments

Powered by Blogger.