পিছিয়ে পড়েও জিতল চট্টগ্রাম মোহামেডান

ঢাকার বড় দলগুলোর পর গত পেশাদার লিগে সবচেয়ে ভালো করেছে ফেনী সকার। ১৩ দলের মধ্যে তাদের অবস্থান ছিল চতুর্থ। কিন্তু এবার কতটা কী করতে পারবে, শুরুতেই জাগল সেই শঙ্কা। চতুর্থ বাংলাদেশ লিগে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে ফেনী সকার।
তা-ও কোথায়? কার কাছে? গতবার যারা লিগজুড়ে ধুঁকেছে, সেই চট্টগ্রাম মোহামেডান কাল ফেনী ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে সকারকে হারিয়ে গেল ২-১ গোলে। ঘরের মাঠে সকারের এই পরাজয়ে হতাশ স্থানীয় দর্শকেরা। তারা বড় আশা নিয়ে মাঠে এসেছিল। ব্যবসায়ী মামুন বললেন, ‘নিজের মাঠে দর্শকের উৎসাহ এবং সমর্থনের পরও সকারের হেরে যাওয়ায় খুব খারাপ লাগছে।’
খেলার শুরুটা ছিল ভিন্ন। দ্বিতীয় মিনিটেই মাসুদুল আলম বুলবুলের দর্শনীয় গোলে এগিয়ে যায় সকার। এর পরই খেলা জমে ওঠে। ৪২ মিনিটে জেরির গোলে ১-১। ৫১ মিনিটে চট্টগ্রাম মোহামেডানকে এগিয়ে নেন ইকবাল। সকার খেলায় ফিরতে মরিয়া লড়াই করলেও ফল আসেনি।
আজকের খেলা: শেখ রাসেল-ফরাশগঞ্জ (কমলাপুর স্টেডিয়াম, বিকেল ৪টা)

No comments

Powered by Blogger.