মুক্তিপণ নিয়ে একটি জাহাজ ছেড়েছে সোমালীয় জলদস্যুরা

সোমালীয় জলদস্যুরা ৫৫ লাখ ডলার মুক্তিপণের বিনিময়ে জার্মানির পরিচালিত একটি জাহাজ গত সোমবার ছেড়ে দিয়েছে। জাহাজটিতে দুজন বাংলাদেশিসহ ২২ জন ক্রু ছিলেন। গতকাল মঙ্গলবার কর্মকর্তারা এ তথ্য জানান।
গত মে মাসে ওমানের ১২০ মাইল দক্ষিণে ভারত মহাসাগর থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমটি ম্যারিডা মারগুয়েরাইট নামের ওই জাহাজটি সোমালীয় জলদস্যুরা ছিনতাই করে। রাসায়নিক পদার্থবাহী জাহাজটি ভারতের গুজরাট থেকে বেলজিয়ামে যাচ্ছিল। জাহাজে ১৯ জন ভারতীয়, দুজন বাংলাদেশি ও একজন ইউক্রেনীয় ক্রু ছিলেন।
কেনিয়াভিত্তিক ইস্ট আফ্রিকান সিফেয়ারারস অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম জানায়, গত রোববার মুক্তিপণের অর্থ হস্তান্তর করা হয়। পরে গত সোমবার জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়। জাহাজটি সম্ভাবত বেলজিয়ামের দিকে রওনা দিয়েছে।

No comments

Powered by Blogger.