বদলে গেল নিউজিল্যান্ড

কিছুদিন আগেও একটা জয়ের জন্য চাতকতৃষ্ণা ছিল যাদের, সেই নিউজিল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে জিতল টি-টোয়েন্টি সিরিজ। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি তারা জিতেছে ৩৯ রানে।
ব্যাটে-বলে শ্রেয়তর নৈপুণ্য দেখিয়ে কাল যেভাবে ম্যাচ জিতল নিউজিল্যান্ড, তাতে বিশ্বাস করাও কঠিন এই দলটিই ওয়ানডেতে জয়শূন্য থেকেছে টানা ১৩ ম্যাচ! হোক টি-টোয়েন্টি, নতুন কোচ জন রাইটকে পেয়ে যে নিউজিল্যান্ডের মানসিকতা বদলে গেছে, সেটাই দেখা গেল হ্যামিল্টনে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে নিউজিল্যান্ড ১৮৫ রান করে। পাকিস্তান ২০ ওভার ব্যাট করলেও ৯ উইকেটে থেমেছে ১৪৬ রানে।
প্রথম বলেই রাইডারকে হারিয়ে শুরু হয়েছিল নিউজিল্যান্ডের। দ্বিতীয় উইকেটে গাপটিল (৪৪) ও ফ্রাঙ্কলিনের (৪০) ৯১ রানের জুটির ওপর দাঁড়িয়ে রস টেলর (২১ বলে ৩০*), স্টাইরিস (১৪ বলে ৩৪), ম্যাকগ্লাশানরা (১০ বলে ২৬) নিউজিল্যান্ডকে নিয়ে তোলেন ১৮৫ রানে।
প্রথম ১১ বলে ২৪ রান নিয়ে ঝোড়ো সূচনাই করেছিল পাকিস্তান। আফ্রিদিকে হারিয়েও ৬ ওভারে ৫৮ রান করেছিল। কিন্তু মাঝের ৮ ওভারে দুই কিউই স্পিনার নাথান ম্যাককালাম ও অভিষিক্ত লুক উডককের নিয়ন্ত্রিত বোলিংয়ে কক্ষচ্যুত হয়ে পড়ে তারা। ম্যাচের সেরা ম্যাককালাম ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ওয়েবসাইট।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮৫/৭ (গাপটিল ৪৪, ফ্রাঙ্কলিন ৪০, স্টাইরিস ৩৪, টেলর ৩০*, ম্যাকগ্লাশান ২৬; আজমল ৩/৩৫, রাজ্জাক ১/১২, রিয়াজ ১/২২, আফ্রিদি ১/২২, শোয়েব ১/৪২)।
পাকিস্তান: ২০ ওভারে ১৪৬/৯ (হাফিজ ৪৬, উমর আকমল ২৬, রিয়াজ ১৮, শেহজাদ ১৫, রাজ্জাক ১৪; নাথান ম্যাককালাম ৪/১৬, সাউদি ২/২৬, মিলস ১/৩৪, বাটলার ১/৩৫)।
ফল: নিউজিল্যান্ড ৩৯ রানে জয়ী।

No comments

Powered by Blogger.