ভার্জিন আটলান্টিক কিনতে পারেন এয়ার এশিয়াপ্রধান

মালয়েশিয়ার বিমান সংস্থা এয়ার এশিয়ার প্রধান নির্বাহী টনি ফার্নান্দেজ ব্রিটেনের অন্যতম বিমান সংস্থা ভার্জিন আটলান্টিক কেনার চিন্তাভাবনা করছেন। ব্রিটেনের সানডে টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
এক গোপন সূত্রের বরাত দিয়ে সানডে টাইমস আরও জানিয়েছে, মাঝখানে আগ্রহ হারিয়ে ফেললেও টনি ফার্নান্দেজ এখন পুনরায় ভার্জিন আটলান্টিক কেনার আগ্রহ প্রকাশ করেছেন। ১৫৪ কোটি ডলার দিয়ে তিনি ভার্জিন কিনতে পারেন। তবে এ ব্যাপারে ভার্জিন আটলান্টিক অথবা এয়ার এশিয়ার কাছ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।
১৯৮৪ সালে চালু হওয়া ভার্জিন আটলান্টিকের ৫১ শতাংশের মালিক ব্রিটিশ কোটিপতি রিচার্ড ব্রানসন। অন্যদিকে সিঙ্গাপুর এয়ারলাইনস ২০০০ সালে ৬০ কোটি পাউন্ডে এই এয়ারলাইনসের বাকি ৪৯ শতাংশ মালিকানা কিনেছিল।

No comments

Powered by Blogger.