এই হামলা জঘন্য ও বিশ্বমানবতার বিরুদ্ধে: ওবামা

পাকিস্তানে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ত্রাণ বিতরণকালে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এই হামলাকে জঘন্য ও বিশ্ব মানবতার বিরুদ্ধে হামলা বলে উল্লেখ করেন।
আফগান সীমান্তবর্তী উপজাতি-অধ্যুষিত বাজাউর এলাকায় গত শনিবার ডব্লিউএফপির আওতায় ত্রাণ বিতরণের সময় আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত হয়। আহত হয় অন্তত ১০০ জন।
বড়দিন পালন উপলক্ষে পরিবার নিয়ে হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থানরত প্রেসিডেন্ট ওবামা এক বিবৃতিতে বলেন, ‘আমি জঘন্য এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। ত্রাণ বিতরণের সময় সাধারণ জনগণের ওপর এই হামলা হলো বিশ্ব মানবতার বিরুদ্ধে হামলা। পাকিস্তানি জনগণের এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে।’
এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ওই হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট কারজাই এক বিবৃতিতে বলেন, ‘আমি এই হামলার তীব্র নিন্দা জানাই।

No comments

Powered by Blogger.