তফসিলি ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিং চালুর আহ্বান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান শিশুদের কাছে আধুনিক ব্যাংকিংসেবা পৌঁছে দিতে তফসিলি ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিং চালুর আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথের উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এ কথা বলেন।
আতিউর রহমান বলেন, সবার জন্য আর্থিক সেবার সুযোগ নিশ্চিত করা জরুরি। এ জন্য বড়দের পাশাপাশি ছোটদের জন্য বিশেষ ব্যাংকিংসেবা চালু করতে হবে। স্কুলের পাশে এটিএম বুথ চালু করে শিশুদের কাছে ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, সময়ের পরিবর্তন হয়েছে। এখন সহজে ও দ্রুততম সময়ের মধ্যে মানুষের কাছে ব্যাংকিংসেবা পৌঁছে দিতে হবে। মানুষের উদ্ভাবনী কর্মশক্তিকে কাজে লাগাতে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।
গভর্নর বলেন, সবার কাছে ব্যাংকিংসেবা পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ডাচ-বাংলা ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং চালু করতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অন্যান্য তফসিলি ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের মতো ই-ব্যাংকিং চালু করবে।

No comments

Powered by Blogger.