ভারতসহ চার দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য

টানা ১৯ বছরের বিরতির পর আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য (২০১১-১২) অস্থায়ী সদস্যপদ পেয়েছে ভারত। গতকাল মঙ্গলবার সাধারণ পরিষদের সদস্যরাষ্ট্রগুলোর দেওয়া ভোটে জাপানকে পরাজিত করে ভারত এ সদস্যপদ লাভ করে। এ ছাড়া আরও তিনটি দেশ দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে। দেশ তিনটি হলো জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও কলম্বিয়া।
১৯১টি সদস্যরাষ্ট্রের মধ্যে ভারত এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ১৮৭টি দেশের সমর্থন পেয়েছে। ১৯৯২ সালের পর এই প্রথম ভারত আবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ১৯৯৬ সালে এ নির্বাচনে ভারত জাপানের কাছে প্রায় ১০০ ভোটের ব্যবধানে হেরে যায়। তবে এ বছর জাপানকে হারাতে সক্ষম হয় ভারত।
আফ্রিকা অঞ্চল থেকে উগান্ডার স্থলাভিষিক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলো থেকে মেক্সিকোর স্থলাভিষিক্ত হয়েছে কলম্বিয়া। পশ্চিম ইউরোপ এবং অন্যান্য এলাকার প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়া ও তুরস্কের স্থলাভিষিক্ত হতে কানাডা, জার্মানি ও পর্তুগাল প্রতিদ্বন্দ্বিতা করছে।
আগামী বছর থেকে নবনির্বাচিত দেশগুলো পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

No comments

Powered by Blogger.