আফগানিস্তানে ব্রিটিশ জিম্মির মৃত্যু তদন্তের নির্দেশ

আফগানিস্তানে নিয়োজিত মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস জিম্মি ব্রিটিশ ত্রাণকর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ ত্রাণকর্মী লিন্ডা নোরগ্রোভ গত শুক্রবার নিহত হন। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর জন্য জিম্মিকারীদের দায়ী করা হচ্ছে। এর আগে মার্কিন সেনারা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, লিন্ডা নোরগ্রোভ মার্কিন গ্রেনেড হামলায় দুর্ঘটনাক্রমে নিহত হতে পারেন। তবে লিন্ডাকে উদ্ধারের প্রচেষ্টা কেন ব্যর্থ হলো, সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে তদন্ত করবে। ইউএস স্পেশাল অপারেশন কমান্ডের চিফ অব স্টাফ মেজর জেনারেল জোসেফ ভোটেলের নেতৃত্বে এই তদন্ত হবে।
তদন্তকারীরা তাঁদের হেলিকপ্টার ও চালকবিহীন বিমান হামলার ভিডিও ফুটেজগুলো পরীক্ষা করে দেখবেন। তাঁরা অভিযানে অংশ নেওয়া সেনাদের সাক্ষাৎকারও নেবেন।
ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই এই তদন্ত শেষ হবে এবং লিন্ডা নোরগ্রোভের পরিবারকে জানানোর পর তা জনসমুখে প্রকাশ করা হবে।
গত ২৬ সেপ্টেম্বর আফগানিস্তানের কুনার প্রদেশ থেকে লিন্ডা অপহূত হন।

No comments

Powered by Blogger.