কলম্বিয়ার সাবেক এক সেনা কর্মকর্তার ৪৪ বছরের কারাদণ্ড

কলম্বিয়ার সাবেক এক সেনা কর্মকর্তাকে গত সোমবার ৪৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৪৫ জনেরও বেশি বেসামরিক লোককে হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে মেজর (অব.) আলিরিও আন্তোনিও ইউরেনাকে এই শাস্তি দেওয়া হয়। নিহত ব্যক্তিদের অনেককেই টুকরো টুকরো করে হত্যা করা হয়েছিল। সে দেশের সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
১৯৮৬ থেকে ১৯৯৪ সালের মধ্যে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় ট্রুজিল্লো শহরের ওই স্থানীয় বাসিন্দাদের পর্যায়ক্রমে হত্যা করা হয়। কৌঁসুলিরা জানান, সে সময় তিনি সে দেশের ভ্যালি ডি কৌকা রাজ্যে সামরিক বাহিনীর একটি ব্রিগেডের কমান্ডার ছিলেন এবং ডানপন্থী আধা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ট্রুজিল্লোর বাসিন্দাদের হত্যার ব্যাপারে এই আধা সামরিক বাহিনীকে দায়ী করা হয়।
নিহত ব্যক্তিরা বামপন্থী বিদ্রোহীদের সহযোগী ছিলেন বলে অভিযোগ করা হয়। কলম্বিয়ার সামরিক বাহিনী কয়েক দশক ধরে এই বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

No comments

Powered by Blogger.