কুয়েত-রাশিয়া পরমাণু সহযোগিতা স্মারক স্বাক্ষর

কুয়েত শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি উৎপাদনের জন্য রাশিয়ার সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারকে সই করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার কুয়েতের জাতীয় পরমাণু কমিটির (কেএনএনইসি) সচিব আহমাদ বেশারা ও রাশিয়ার পক্ষে সের্গেই কিরিয়েনকো এই স্মারকে সই করেন। এ সময় উভয় দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বার্ষিক সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত এক বৈঠকে ওই চুক্তিতে সই করা হয়। চুক্তির লক্ষ্য হলো কুয়েতকে পরমাণু শক্তি উৎপাদনে সহযোগিতা দেওয়া।
কুয়েত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, ২০২২ সালের মধ্যে দেশটিতে চারটি পারমাণবিক চুল্লি নির্মাণ করা হবে। আগামী জানুয়ারিতে এ-সংক্রান্ত কর্মপরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুয়েতের সরকারি বার্তা সংস্থা কেইউএনএ জানিয়েছে, সে দেশে পারমাণবিক চুল্লির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে সহায়তা দেবে রাশিয়া।

No comments

Powered by Blogger.