দুজনের অন্য জীবন

২০০২ বিশ্বকাপের ফাইনালে তাঁরা ছিলেন প্রতিপক্ষ। একজন জিতেছিলেন সোনার বল, অন্যজন জুতা। বর্তমানে আন্তর্জাতিক ফুটবল থেকে দুজনই অনেক দূরে চলে গেছেন। সেবারের সেরা খেলোয়াড় জার্মানির গোলরক্ষক অলিভার কান ফুটবল থেকে অবসরই নিয়ে নিয়েছেন। এখন বায়ার্ন মিউনিখ ক্লাবের চেয়ারম্যান হওয়ার পরিকল্পনা করছেন। ২০১১ সালের ডিসেম্বরে বর্তমান চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগের মেয়াদ শেষ হলেই তাঁর উত্তরসূরি হওয়ার পরিকল্পনা কানের। আর ২০০২ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখনো ফুটবল খেলছেন, তবে তাঁর নতুন পরিকল্পনার জন্য তিনি কানের মতো বেছে নিয়েছেন ২০১১ সালটিকেই। ওই সময়ে খেলোয়াড়ি জীবনটা শেষ করে তিন বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় শুরু করতে চান ক্রীড়াসামগ্রীর ব্যবসা।

No comments

Powered by Blogger.