ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল গতকাল বুধবার সকালে কলকাতায় মেট্রো বা পাতালরেলের তৃতীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দক্ষিণ কলকাতার জোকায় এই রেলপথের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন প্রমুখ।
জোকা থেকে কলকাতার প্রাণকেন্দ্র বিবাদীবাগ পর্যন্ত যাবে এই রেলপথ। এর মধ্যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত রেলপথ যাবে মাটির ওপর দিয়ে, মাঝেরহাট থেকে বিবাদীবাগ পর্যন্ত যাবে মাটির তলদেশ দিয়ে। সাড়ে ১৭ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে থাকবে ১৩টি স্টেশন। এটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬২৫ কোটি রুপি।
রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে রেলমন্ত্রী মমতা বলেন, পাতালরেলের আরও তিনটি প্রকল্প নেওয়া হয়েছে। এসব পথ যাবে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, দমদম থেকে বারাসত ও বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত।

No comments

Powered by Blogger.