পাকিস্তান না ইংল্যান্ড সিরিজ কোন দলের

পত্রিকা যখন পাঠকদের হাতে পৌঁছাবে, তার আগেই নিশ্চিত হয়ে গেছে পাকিস্তান-ইংল্যান্ডের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে কোন দল। তবে এ রিপোর্ট খেলার সময় বলার উপায় ছিল না ২-২ ম্যাচে সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচে শেষ হাসি হাসতে যাচ্ছে কোন দল। ইংল্যান্ডের ২৫৬ রানের জবাবে পাকিস্তান ১৬ ওভারে ২ উইকেটে তুলেছিল ৭২ রান। অর্থাৎ, বাকি ৩৪ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল আরও ১৮৫ রান।
৮টি চার ও ১টি ছয়ে মরগানের ১০৭* রানের সুবাদে আড়াই শ ছাড়িয়ে যাওয়া ইনিংসের আগে ইংল্যান্ডকে চাপের মধ্যেই রেখেছিলেন পাকিস্তানি বোলাররা। ৪৭ রান তুলতেই স্বাগতিকেরা হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। ৪০ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার শোয়েব আখতার।
হাফিজ ও আকমল পাকিস্তানকে ৬৩ রানের ভালো একটা সূচনা এনে দিয়েছিলেন। কিন্তু এরপর আর কোনো রান যোগ না হতেই ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৫০ ওভারে ২৫৬/৬ (স্ট্রাউস ২৫, বেল ২৮, কলিংউড ৪৭, মরগান ১০৭*, ব্রেসনান ১৮*; শোয়েব ৩/৪০, আফ্রিদি ১/৪০, হাফিজ ১/৪০, গুল ১/৫৫)।
পাকিস্তান: ১৬ ওভারে ৭২/২ (আকমল ৩৬*, হাফিজ ২৯, শফিক ০, ইউসুফ ৩*; ব্রড ২/২১)।

No comments

Powered by Blogger.