ফুটবলে গ্রামীণফোন

প্রথমবারের মতো কোনো ফুটবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এল মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এখন চলছে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল। এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষণা করতে বাফুফের অনুরোধে সাড়া দিয়েছে গ্রামীণফোন। কাল স্টেডিয়ামে দেখা গেল গ্রামীণফোনের বেশ কিছু বিলবোর্ড। আর্থিক সংকটের মধ্যে বাফুফের জন্য এটা সুখবরই।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে ফুটবলের স্পনসরশিপ বিক্রির চেষ্টা করছি আমরা। এরই অংশ হিসেবে গ্রামীণফোনের সঙ্গে আলোচনা এগিয়েছে অনেক দূর। আমাদের অনুরোধ রক্ষা করে এএফসি মহিলা ফুটবলে তারা পৃষ্ঠপোষণা করছে। আশা করছি, ফুটবলে আমরা গ্রামীণফোনকে লম্বা সময়ের জন্য পাব।’

No comments

Powered by Blogger.