কাশ্মীরে ফের কারফিউ

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গতকাল সোমবার পুনরায় কারফিউ জারি করা হয়েছে। গত রোববার রাতে এক বিক্ষোভকারীর মৃত্যুর পর সহিংসতা ঠেকাতে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, একজন বিক্ষোভকারীর মৃত্যুতে বিক্ষোভ ও সহিংসতা ঠেকাতে আবার আমাদের কারফিউ জারি করতে হয়েছে। শ্রীনগরের বাসিন্দা এই বিক্ষোভকারী গত সপ্তাহে সংঘর্ষ চলাকালে আহত হন। একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।
দুুই সপ্তাহ শ্রীনগরে অচলাবস্থা বিরাজ কারার পর গত রোববার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খোলা হয়েছিল। এক দিন পরই আবার কারফিউ জারি করা হলো।
গত জুনে এক স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত ওই উপত্যকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। তখন থেকে বিক্ষোভকারীদের দমনে পুলিশের ছোড়া গুলিতে প্রায় ৫০ জন নিহত হয়।

No comments

Powered by Blogger.