ভারতকে ২০০ রানের বিশাল ব্যবধানে হারাল নিউজিল্যান্ড

জয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ভারতকে ২০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর। শুরুতেই নিউজিল্যান্ডকে চাপের মুখে ফেলে দেন দুই ভারতীয় পেসার প্রবীন কুমার ও আশিস নেহরা। তৃতীয় ওভারেই মার্টিন গুপ্তিলের উইকেট তুলে নেন প্রবীন কুমার। দুই ওভার পরই আরেক ওপেনার পিটার ইনগ্রামকে ফিরিয়ে দেন আশিস নেহরা। অভিষেক ম্যাচে কোনো রান না করেই বিদায় নেন কেইন উইলিয়ামসন। ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৮ রান। চতুর্থ উইকেট জুটিতে স্কট স্টাইরিসকে সঙ্গে নিয়ে ১৯০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করান অধিনায়ক টেলর। ৮৯ রান করে প্রজ্ঞান ওঝার বলে বোল্ড হয়ে ফিরে যান স্টাইরিস। টেলর করেন ৯৫ রান। এক ওভার বাকি থাকতেই ২৮৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। আশিস নেহরা ৪টি ও প্রবীন কুমার নেন ৩টি উইকেট।
২৮৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। প্রথম উইকেট জুটিতে শেবাগ আর দিনেশ কার্তিকের করা ৩৯ রানই ভারতীয় ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ৩০ ওভারের মধ্যেই মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন রবীন্দ্র জাদেজা। ৩ উইকেট পেয়েছেন ড্যারিল টাফি। ৯৫ রান করে ম্যাচসেরা হয়েছেন রস টেলর।

No comments

Powered by Blogger.