যত দোষ ইনজামামের

সব দোষ তাহলে ইনজামাম-উল হকের! পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেলের দাবি এ রকমই। পাকিস্তান দল যে এখন ভালো ব্যাটসম্যানের জন্য হাহাকার করছে, সে দায় নাকি ইনজামামকেই নিতে হবে।
‘অবসর নেওয়ার সময় ইমরান খান একগুচ্ছ ভালো বোলার রেখে গেছেন। জাভেদ মিয়াঁদাদ যাওয়ার সময় দলে ছিল ব্যাটিং গভীরতা। কিন্তু ইনজামাম কিছুই রেখে যায়নি’—বলেছেন সোহেল। তাঁর দাবি, ইনজামামের অধিনায়কত্বের সময় কোনো ব্যাটসম্যানকেই দলে স্থির হতে দেওয়া হয়নি, এমন কাউকে তৈরি করা হয়নি যাঁর কিনা বড় খেলোয়াড়দের অনুপস্থিতি ঢাকার সামর্থ্য ছিল।
একটা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমির সোহেল উদাহরণ টেনে বলেছেন, ‘ইয়াসির হামিদ, আসিম কামাল, ফয়সাল ইকবাল, তৌফিক উমর কিংবা হাসান রাজার মতো খেলোয়াড়েরা সুযোগ পেয়ে ভালো করছিল। কিন্তু তাদের কখনোই দলে স্থির হতে দেওয়া হয়নি। সে কারণেই আজ সিনিয়রদের জায়গা নেওয়ার মতো ব্যাটসম্যান দলে নেই। দলের এই সংকটের জন্য আমি ইনজামামকেই দায়ী করব।’
১২০ টেস্ট আর ৩৯৮ ওয়ানডে খেলা ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০০৭ সালে। ২০০৩ সাল থেকে পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন তিনি

No comments

Powered by Blogger.