ত্রাণবাহী নৌবহরে হামলা আইনসিদ্ধ ছিল: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি কমান্ডোদের হামলা আইনসিদ্ধ ছিল। গতকাল সোমবার তুরকেল কমিশনের সামনে সাক্ষ্য দিতে গিয়ে এ দাবি করেন তিনি। ওই হামলার ঘটনা তদন্তে ইসরায়েলি কর্তৃপক্ষ সে দেশের সুপ্রিম কোর্টের অবসারপ্রাপ্ত বিচারক জ্যাকব তুরকেলের নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠন করে।
কমিশনের সামনে ওই ঘটনার ব্যাপারে সাক্ষ্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমার বিশ্বাস, তদন্ত শেষে আপনারা জানতে পারবেন, ইসরায়েল রাষ্ট্র ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক আইন মেনেই দায়িত্ব পালন করেছে। আমি মনে করি, সাক্ষ্য-প্রমাণ থেকে আপনারা আসল সত্যটা জানতে পারবেন।’
নেতানিয়াহু দাবি করেন, ‘আমাদের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও ছয়টি জাহাজের ওই বহর ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি তুরস্ক সরকার। অথচ এর আয়োজন করেছিল তুরস্কের হামাস সমর্থকগোষ্ঠী আইএইচএইচ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও দাবি করেন, কোনো ধরনের সহিংসতা এড়াতে সেনাসদস্যদের সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশ দিয়েছিলেন তিনি। গাজায় ইসরায়েলের অবরোধের নীতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন, গাজায় কোনো ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা নেই।

No comments

Powered by Blogger.