একনেকের সভায় ২৮৩ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্প অনুমোদিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল মঙ্গলবার প্রায় ২৮৩ কোটি টাকা ব্যয়সংবলিত তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলো সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।
প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলো হলো: ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’, ‘নড়িয়া-পাঠানবাড়ী নয়ন মাতবারকান্দি-ডগরী-শাওড়া সড়ক উন্নয়ন প্রকল্প’ এবং ‘গাজীপুর-আজমতপুর-ইটাখোলা সড়ক নির্মাণ (সংশোধিত) প্রকল্প’।

No comments

Powered by Blogger.