তেল নিঃসরণ বন্ধ করছে বিপি

মেক্সিকো উপসাগরের তেলক্ষেত্র থেকে তেল নিঃসরণ চূড়ান্তভাবে বন্ধে প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। বিস্ফোরণে ভেঙে পড়া পাইপের মধ্যে প্রথমে ‘মাড’ নামে পরিচিত এক ধরনের ‘হেভি ড্রিলিং’ জ্বালানি ঢোকানো হবে। এরপর সিমেন্ট দিয়ে পাইপের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
তেল নিঃসরণ চূড়ান্তভাবে বন্ধ করার প্রস্তুতি নিলেও কর্তৃপক্ষ গত সোমবার আরও পরিষ্কারভাবে জানিয়েছে এ পর্যন্ত কী পরিমাণ তেল সেখান থেকে নিঃসরণ হয়েছে। তারা বলেছে, প্রাথমিকভাবে প্রতিদিন ওই তেলক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ৬২ হাজার ব্যারেল তেল সমুদ্রের পানিতে মিশেছে। গত এপ্রিলে দুর্ঘটনার পরপরই বিপি কর্তৃপক্ষ তেল নিঃসরণের পরিমাণ যা জানিয়েছিল তার থেকে এই হিসাব ১২ গুণ বেশি।
কর্তৃপক্ষ জানায়, গত ১৫ জুলাই প্রাথমিকভাবে তেল নিঃসরণ বন্ধ করার আগ পর্যন্ত ৮৭ দিনে মোট ৪৯ লাখ ব্যারেল তেল ওই তেলক্ষেত্র থেকে নিঃসরিত হয়েছে। এর মধ্যে মাত্র আট লাখ ব্যারেল তেল সমুদ্রের পানি থেকে অপসারণ করা সম্ভব হয়েছে। ফলে এটাই ইতিহাসে সবচেয়ে বেশি অনাকাঙ্ক্ষিত তেল নিঃসরণের ঘটনা।

No comments

Powered by Blogger.