রকেট ছোড়া হয়েছে সিনাই থেকেই

জর্ডান গতকাল মঙ্গলবার জানিয়েছে, আগের দিন সোমবার তাদের আকাবা সমুদ্রবন্দরে আঘাত হানা রকেট মিসরের সিনাই এলাকা থেকে ছোড়া হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে। ওই রকেট হামলায় একজন ট্যাক্সিচালক নিহত ও অপর পাঁচজন আহত হন বলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে জর্ডানের ওই কর্মকর্তা বলেন, ‘কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমরা এখন বলতে পারি, রকেট ছোড়া হয়েছে সিনাই এলাকা থেকে।’ ঘটনা তদন্তের সঙ্গে জড়িত ওই কর্মকর্তা আরও বলেন, ‘রকেট হামলার সঙ্গে কোন সংগঠন জড়িত, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’
গত সোমবার জর্ডানের আকাবা এবং এর কাছাকাছি অবস্থিত ইসরায়েলের ইলাত সমুদ্রবন্দরে আঘাত হানে কয়েকটি রকেট। জর্ডান এবং ইসরায়েল উভয় দেশের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান, মিসরের সিনাই উপত্যকা থেকে এ রকেট ছোড়া হয়েছে।
জর্ডানের ওই কর্মকর্তা জানান, রকেট হামলার লক্ষ্য আকাবা ছিল না। তার পরও এটা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড। নিরপরাধ মানুষ এতে হতাহত হয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, তিন মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের হামলা হলো। জর্ডান এ ঘটনা সহ্য করবে না।

No comments

Powered by Blogger.