গর্ডন ব্রাউন ব্রিটেনের তৃতীয় নিকৃষ্টতম প্রধানমন্ত্রী!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যাঁরা ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাঁদের মধ্যে গর্ডন ব্রাউন ‘তৃতীয় নিকৃষ্টতম’। সম্প্রতি এক ভোটাভুটিতে এই ফলাফল বেরিয়ে এসেছে। এতে অংশ নেন ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ।
গত মে মাসের সাধারণ নির্বাচনে ডেভিড ক্যামেরনের কাছে হেরে যান গর্ডন ব্রাউন। জরিপে প্রণীত তালিকার একেবারে তলানিতে রয়েছে স্যার অ্যান্থনি ইডেনের নাম। তাঁর ওপরে রয়েছেন স্যার অ্যালেক ডগলাস-হোমস।
জরিপের ফলাফল অনুযায়ী ক্লেমেন্ট অ্যাটলি ব্রিটেনের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী। এই লেবার নেতা ন্যাশনাল হেলথ সার্ভিস প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দশের মধ্যে ৮ দশমিক ১ পেয়েছেন।
জরিপটি সংকলন করেছেন ইউনিভার্সিটি অব লিডসের অধ্যাপক কেভিন থিকসটন।
জরিপের ফলাফলে গর্ডন ব্রাউনকে ৬৫ বছরের মধ্যে ব্রিটেনের ‘তৃতীয় নিকৃষ্টতম’ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়। এই জরিপে ভোট দিয়েছে ১০৬ জন পণ্ডিত। ব্রাউন দশে মাত্র ৩ দশমিক ৯ পেয়েছেন।
মার্গারেট থ্যাচার ও টনি ব্লেয়ার যথাক্রমে ৬ দশমিক ৯ ও ৬ দশমিক ৪ পেয়েছেন।
অধ্যাপক থিকসটন বলেন, সফলতার শীর্ষে থাকা পাঁচ প্রধানমন্ত্রীর সবাই কমপক্ষে ছয় বছর দায়িত্ব পালন করেছেন। তালিকার নিচের দিকে থাকা প্রধানমন্ত্রীদের মধ্যে শুধু মেজর বেশি দিন দায়িত্ব পালন করেছেন। তিনি ক্ষমতায় ছিলেন সাত বছর।
জরিপে প্রণীত তালিকা—ক্লেমেন্ট অ্যাটলি (১৯৪৫-’৫১), ম্যার্গারেট থ্যাচার (১৯৭৯-’৯০), টনি ব্লেয়ার (১৯৯৭-’০৭), হ্যারল্ড ম্যাকমিলান (১৯৫৭-’৬৩), হ্যারল্ড উইলসন (১৯৬৪-’৭০, ১৯৭৪-’৭৬), উইনস্টন চার্চিল (১৯৫১-’৫৫), জেমস কালাহান (১৯৭৬-’৭৯), জন মেজর (১৯৯০-’৯৭), এডওয়ার্ড হিথ (১৯৭০-’৭৪), গর্ডন ব্রাউন (২০০৭-’১০), অ্যালেক ডগলাস-হোম (১৯৬৩-’৬৪), অ্যান্থনি ইডেন (১৯৫৫-’৫৭)।

No comments

Powered by Blogger.