দাবার নাম ভাঙিয়ে জালিয়াতির চেষ্টা

দাবা ফেডারেশনের অজান্তে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছে খোদ দাবা ফেডারেশনই। শুধু অভিযোগ নয়, পল্টন থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে।
সাধারণ ডায়েরিতে দাবা ফেডারেশনের সম্পাদক মোকাদ্দেছ হোসাইন অভিযোগ করেছেন, ‘কিছু লোক জালিয়াতির মাধ্যমে খেলোয়াড় পরিচয়ে পাসপোর্ট করে বিদেশে আদম পাচারের চেষ্টা করছে। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড়ের ভুয়া পরিচয় দিয়ে চারজনের নামে আমন্ত্রণপত্র চাওয়া হয় ঢাকা থেকে। এই জালিয়াতচক্রের মূল হোতা মোহাম্মদ শহিদুল হক নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ঢাকা দাবা ক্লাবের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে মালয়েশিয়ায় আয়োজকদের কাছে ই-মেইল পাঠান। অথচ ঢাকা দাবা ক্লাব নামে কোনো সংগঠনই নেই। শহিদুল হকের সুনির্দিষ্ট কোনো ঠিকানাও জানা নেই। তাঁর মোবাইলে ফোন করা হলে এই লোকের ছোট ভাই পরিচয় দিয়ে জানানো হয়, তাঁরা ফরিদাবাদে থাকেন। এরপর শামীম নামের এক ব্যক্তি জালিয়াতির ব্যাপারটা স্বীকার করেন ফোনে।’

No comments

Powered by Blogger.