স্পেন-হল্যান্ডের জরিমানা

তীরে গিয়ে তরী ডোবার দুঃখটা কি হল্যান্ড এত দিনে সামলে উঠেছে? না উঠলেও এর মধ্যেই আরেকটা ধাক্কা সইতে হচ্ছে তাদের। বিশ্বকাপের ফাইনালে নেতিবাচক ফুটবল খেলার জন্য গুনতে হচ্ছে জরিমানা। তবে জরিমানা শুধু হল্যান্ডকেই গুনতে হচ্ছে না, হল্যান্ডের সঙ্গে ফিফা জরিমানা করেছে চ্যাম্পিয়ন স্পেনকেও।
১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা-জার্মানি ফাইনালে ৬টি হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। এত দিন সেটিই হয়ে ছিল বিশ্বকাপের সবচেয়ে বেশি কার্ডময় ফাইনাল। সেটাকে টপকে গেছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের স্পেন-হল্যান্ড ফাইনালটি। রেফারি হাওয়ার্ড ওয়েব দুই দলের খেলোয়াড়দের দেখিয়েছেন ১৫টি কার্ড। ওই ম্যাচে হল্যান্ডের নাইজেল ডি ইয়ং স্পেনের জাবি আলোনসোকে ‘কুংফু স্টাইলের কিক’ও মেরেছেন। পুরো ম্যাচে ছিল এমনই কিছু কুৎসিত ট্যাকলের নজির।
সব মিলিয়ে এবারের ফাইনালটিকে ফুটবল-চেতনার পরিপন্থী মনে হয়েছে ফিফার। তবে হল্যান্ডই যেহেতু বেশি নেতিবাচক খেলেছে, তাই তাদের জরিমানার অঙ্কটাও বেশি—৯০৮০ পাউন্ড। আর বিশ্বকাপ শিরোপার সঙ্গে ফেয়ার প্লে পুরস্কার জেতা স্পেনকে জরিমানা গুনতে হচ্ছে ৬০৫৩ পাউন্ড।

No comments

Powered by Blogger.