গিনিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোগ গ্রহণ করা হয়েছে। ১৯৫৮ সালে স্বাধীনতালাভের পর দেশটিতে সামরিক ও বেসামরিক স্বৈরশাসন জারি ছিল। সর্বশেষ সামরিক শাসক সেক্যুবা কোনাতের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল রোববার এ নির্বাচন হয়।
কর্মকর্তারা বলেছেন, সারা দেশে ভোটকেন্দ্র ছিল আট হাজার ২৬১টি। প্রতিদ্বন্দ্বীর সংখ্যা একজন নারীসহ মোট ২৪ জন। তবে শীর্ষস্থানীয় তিন প্রতিদ্বন্দ্বী হলেন সেল্লু দালেইন ও সিদইয়া তৌরি এবং সাবেক বিরোধীদলীয় নেতা আলফা কন্ডি।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, তিন দিনের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
জেনারেল সেক্যুবা কোনাতে ভোটারদের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।

No comments

Powered by Blogger.