সতীর্থদের সতর্ক করলেন জিলবার্তো

দুই দেশের দূরত্ব খুব বেশি নয়। মহাদেশ এক, ফুটবল অঞ্চলও এক ব্রাজিল-চিলির। তবে ফুটবলীয় ইতিহাস আর ঐতিহ্যে দুই দেশের ব্যবধান যোজন যোজন। পাঁচবার বিশ্ব জয় করেছে ব্রাজিল, চিলির ঘরে শূন্য। মুখোমুখি লড়াইয়ে বিস্তর ব্যবধান। এর পরও আজ যখন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি দুই দল, ব্রাজিরের মিডফিল্ডার জিলবার্তো সিলভা সতীর্থদের পরামর্শ দিচ্ছেন সতর্ক থাকতে।
‘আমরা ওদের যেটুকু গুরুত্ব সব সময় দিই, এ ম্যাচের আগে সেটা দ্বিগুণ করা দরকার’—বলেছেন জিলবার্তো সিলভা। কেন, এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘এটা একেবারে ভিন্ন রকম একটা ম্যাচ। চিলির বিপক্ষে আমাদের রেকর্ড ভালো, কিন্তু এই ম্যাচে ওদের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।’
স্পেনের বিপক্ষে চিলির ১-২ গোলে হেরে যাওয়া ম্যাচটির উদাহরণ টেনে সিলভা বলেছেন, ‘ওদের যেমনটা দেখেছি তাতে মনে হয়েছে, ওরা কোনো প্রকার ভয় ছাড়াই খেলে। ওদের খেলায় গতিও আছে অনেক। কোনো ভুল করার অবকাশ নেই আমাদের।

No comments

Powered by Blogger.